খােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭: রাজশাহীর চারঘাট উপজেলায় ২শত পিচ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার রাওথা হাজীর ঢালান নামক স্থানে পুলিশ টহলের সময় এসআই উৎপল কুমার, মজিবুর এবং সঙ্গীয় র্ফোস নিয়ে ওই মাদকসেবনকারীদের আটক করে।
আাটককৃত হলেন লালপুর থানার তোজাম্মেল হকের ছেলে মোজায়হিদুল হক ওরফে তুষার (২৬), লালপুর থানা গোপালপুর নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আলী (৪১) ও নারায়নপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে আলামীন (২৫)।
এ বিষয়ে চারঘাট মডেল খানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, থানা পুলিশ এক বিশেষ অভিযানে তাদেরকে রাওথা এলাকায় ফেন্সিডিলের সেবনকালে আটক করে। এবং তাদের শরীরে তল্লাশি চালিয়ে ২শত পিচ ইয়াবা জব্দ করে। পরে আজ সকালে রাজশাহী জেলা হাজতে প্রেরন করা হয়।্