Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৫ মার্চ ২০১৭:  25এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে পাটের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার ফকিরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনৈক মো: গোলাম রসুলের পাটের গুদামে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের প্রায় ২০ লক্ষাধিক টাকার পাট ভসি¥ভুত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই দিন সকাল সোয়া দশ ঘটিকার সময় গুদামের ঘড়ে আগুন দেখে এলাকার মানুষ পঞ্চগড় এবং বোদা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে তাৎখনকি ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা শুরু করতেই গুদামে রক্ষিত বেশীর ভাগই পাট ভস্মিভুত হয়ে গছে। উলে¬খ্য, আটোয়ারী উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতি বছর এ মৌসুমে কোটি কোটি টাকার সম্পদ আগুনের লেলীহাণ শিখা গ্রাস করে নিচ্ছে। উপজেলাবাসীর প্রাণের দাবী অবিলম্বে আটোয়ারীতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করে এ দুর্যোগের ছোবল থেকে তাঁদের রক্ষা করা হউক। ঘটনার পর তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, সাবেক চেয়রম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও মীরা রাণী, ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুৃগ্ম সাধারণ সম্পাদ এ্যাড. আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, মোঃ আবু জাহেদ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।