Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road-accident-bdখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে বালু ভর্তি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ৭টায় চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার জয়রামপুর বটতলা এলাকায় চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা পুলিশ জানায়, বালু ভর্তি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত এবং গুরুতর আহত ১৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে আরো ৫ জনের মৃত্যু হয়।

দামুরহুদা থানার এসআই আমজাদ হোসেন জানান, নিহতরা হলেন-আবদার (৪০), বিল্লাল-১ (৪০), বিল্লাল-২ (৩৫), আবু বকর (৪০), ইজ্জত আলী (৬০), নাজির (৩০), শান্ত (২২), হাফিজুর (৪০), শফিকুল (৩৫), রফিকুল (৩৫), জজ (৪০), লাল মোহাম্মদ (৩৫) ও শাহীন (৩৫)।

তিনি আরো জানান, নিহতরা সকলেই রাজমিস্ত্রি ও সহযোগী নির্মাণ শ্রমিক। সবার বাড়ি দামুরহুদা উপজেলার বড় বলদিয়া গ্রামে। তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গ্রামে রাস্তার কাজ করার জন্য ভটভটিতে করে সেখানে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ফাইমা ইউনুস নিহত ও আহতদের দেখতে হাসপাতালে যান এবং নিহতদের দাফন ও আহতদের চিকিৎসার জন্য প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

চুয়াডাঙ্গায় স্মরণকালের বৃহত্তম এ সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আসগর তপন শোক প্রকাশ করেছেন।