Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭:  নরসিংদীর মনোহরদীতে রত্নাগর্ভা পরীবানুর মৃত্যুবার্ষিকী আজ ২৫ শে মার্চ তার নিজ বাড়িতে পালন করা হয়। এ উপলক্ষে নিজ বাড়িতে কোরান তেলোয়াত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিগনের মাঝে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু, মনোহরদী পৌরসভার মেয়র মো. আমিনুর রশিদ সুজন, কেন্দ্রীয় যুবলীগের উপশিক্ষা ও প্রশিক্ষন পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম,চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু,সাবেক ছাত্রলীগ সভাপতি বজলুল হক বজলু, সাধারন সম্পাদক বাসেদ,মনোহরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহজালাল হীরা প্রমুখ।
এ ছাড়াও এলাকার গন্যমাণ্য লোকজন এ সময় উপস্থিত ছিলেন। পরী বানুর মুত্যবার্ষিকীতে আমন্ত্রিত লোকজনের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। রত্নাগর্ভা পরীবানু মৃত্যুকালে চার ছেলে ও দুই মেয়ে রেখে যান । ছেলেদের মাঝে গোলাম সারোয়ার জাহাঙ্গীর হিন্দাল তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। দ্বিতীয় ছেলে জেডএম গোলাম সাক্লাইন জাহাঙ্গীর স্বপন ৮০ ও ৯০ দশকের ছাত্রনেতা ও এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি মনোহরদী ডিগ্রি কলেজের দুইবার ছাত্রসংসদের ভিপি ও দুইবারের এজিএস ছিলেন। বর্তমানে তিনি মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় ছেলে গোলাম মোতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিস তিনি ঢাকায় কৃষি ব্যাংক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। চতুর্থ ছেলে গোলাম দস্তগীর জাহাঙ্গীর তুগরীল তিনি লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে বারএট-ল করে আমেরিকাতে কর্মরত আছেন। দুই মেয়ে পারভিন সুলতানা কাবেরি ও পারভেজ মুর্শেদা ঝিলাম সম্ভ্রান্ত পরিবারে বিবাহের পর থেকে ঢাকায় বসবাস করছেন। মেয়ে পারভিন সুলতানা কাবেরির স্বামী কৃষি মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব বিএম এনামুল হক এনাম। রত্নাগর্ভা পরিবানু মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষক পন্ডিত গোলাম ছাত্তারের সহধর্মিনী ছিলেন।