খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭কিশোরগঞ্জ প্রতিনিধি : ১৯৭১ সালের এই দিনে বীরবাঙ্গালী জাতি মুক্তির চেতনায় তৎকালিন পাক-বাহিনীর দুঃশাসন ও নিপীড়িত নির্যাতন থেকে মুক্তির চেষ্টায় বঙ্গবন্ধুর ধারাবাহিক প্রত্যক্ষ নেত্বর্তে ২৫শে মার্চের কালোরাতে বঙ্গবন্ধুর পক্ষে তৎকালিন মেজর জেনারেল জিয়াউর রহমানের যুদ্ধো আহবান গামী স্বাধীনতার ঘোষণায় একটি সার্বভৌমত্ত স্বাধীন রাষ্ট্রের আকাংখায় সর্বস্থরের মানুষ যুদ্ধো ঐক্য গড়ে তোলে।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখ শহীদের প্রানের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায়,বাঙ্গালী জাতি শ্রদ্ধার সাথে পবিত্র পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে শহীদের আত্নার শান্তি কামনা করেন।
নীলফামারী জেলার কিশোরগঞ্জে ব্যাপক শ্রদ্ধার সাথে রাজনৈতিক ব্যক্তি,শিক্ষক ছাত্র,সাধারন জনগন,লোক প্রশাসন,তথা স্বর্বস্থরের মানুষ গভীর শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম,মেহেদী হাসান ,ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা মোঃবজলুর রশীদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার হাবীবুর রহমান সহ জীবিত মুক্তিযোদ্ধাগণ, উপজেলার চেয়ারম্যান মোঃ রশীদুল ইসলাম,আওমীলীগ নেতৃবৃন্দ,বি,এন,পি নেতৃবৃন্দ,জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও অন্যন্য রাজনৈতিক সংগঠন ,কিশোরগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি বাদশা আলমঙ্গীর ও বিভিন্ন শিক্ষার্থী / শিক্ষক সহ স্বর্বস্থরের মানুষ।পড়ে কুচকা আওয়াজ ও বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরনীর মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে।