খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: নোয়াখালী সদর উপজেলা পরিষদ সংলগ্ন দত্তবাড়ীর মোড় এলাকায় মাইজদী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল ১০টায় এ হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাইজদী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা.মো.রফিকুল ইসলামের সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জিএস কাশেম, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর মো.জাহিদুর রহমান শামীম, সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা.মো.জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী বিনামূল্যে বিপুল সংখ্যক চক্ষুরোগীকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।