খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: নোয়াখালীর চাটখিল উপজেলার জীব নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্ভোধন, ভিত্তি প্রস্তর স্থাপন ও মোহম্মদপুর ইউনিয়নের কামাল পুর গ্রামে প্রধানমন্ত্রীর প্রদত্ত সুবিধা ভোগী ১২শ নারী-পুরুষদের সাথে মত বিনিময় সভা করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
শনিবার ও আজ রবিবার (অথ্যাৎ) গত দিনে তিনি চাটখিল-সোনাইমুড়ির বিভিন্ন এলাকায় প্রায় ১ (কোটি) টাকার উন্নয়ন মূলক কার্যক্রম উদ্বোধন করেন।
জীব নগর উচ্চ বিদ্যালয়ে স্কুলের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল মমিন বিএসসি, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, স্কুলের সভাপতি মোঃ আনোয়ার মাসুদ ভূইয়া।
প্রধান অতিথি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম তাঁর বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর পক্ষ থেকে মোহাম্মদপুর ইউনিয়নে এলাকার ১২শ দুস্ত নারী পুরুষদের মাঝে বয়স্ক ভাতা. বিধবা ভাতা, সহ বিভিন্ন ভাতা চালু করা হয়েছে। আগামীতে এর সংখ্যা আরো বাড়ানো হবে। একই সাথে চাটখিল সোনাইমুড়িতে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও মাদরাসার ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। বিগত বিএনপি সরকারের আমলে তেমন উন্নয়ন মূলক কোন কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার, শেখ হাসিনার আমলে সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জনগনের প্রতি আহবান জানান তিনি।
পরে সন্ধায় তিনি সোনাইমুড়িতে একটি বেসরকারী হাসপাতাল উদ্বোধন করেন।