খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে রবিবার সকালে বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্থরের মানুষ। মেজর নজরুলর ইসলামের নেতৃত্বে ৪৯ বিজিবি সদস্যরা স্মৃতিসৌধে-কুচকাওয়াজ ও গার্ড অব অনার প্রদর্শন করেন।
এসময় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত। বেনাপোল সীমান্তে বিজিবির পক্ষে বিএসএফকে মিষ্টি ও ফুল দেয়া হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বেনাপোল ও শার্শায় সর্বস্তরের মানুষ স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান, বেনাপোল পৌর সভা,শার্শা উপজেলা প্রশাসন ,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিজিবি,বন্দর ও কাস্টমস কতৃপক্ষ।
বেনাপোল কাগজপুকুর স্মৃতি সৌধে শ্রদ্ধা শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান। অনুষ্ঠানের শুরুতে সকালে কয়েক হাজার শিক্ষার্থী র্যালী করে বেনাপোল বলফিল্ডে পৌর সভার কুচকাওয়াজে অংশ গ্রহন করেন।
যশোর ৪৯বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে: কর্নেল খবির হোসেন জানান-বিজিবি হেডকোয়াটারের নির্দেশনায় বেনাপোল সীমান্তে ওপারের পেট্টপোল বিএসএফকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়াও নাভরন ও বাগআচড়ায় দিবসটি পালিত হয়।