খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ নীলফামারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে স্মৃতি অম্লান চত্ত্বরে পুষ্পাজ্ঞলী অর্পন করেন জেলা প্রশাসক, জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক,। এরপর সরকারী হাইস্কুল মাঠে পুলিশ, আনসার, স্কাউট, গার্লস গাইড, রোভার্স, কাব্স ও শিশু সংগঠনের কুচকাওয়াজ খেলাধুলা। মুক্তিযোদ্ধা ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, মুক্তিযোদ্ধােেদর সংবর্ধনা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে মোনাজাত প্রার্র্র্থনা। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, খেলাধুলা, আলোচনা সভা ও সংগীতাষ্ঠান।
সকল কর্মসূচী বিপুল পরিমাণ দর্শক উপভোগ করেন।