খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: সর্বকালেরর শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং লক্ষ শহীদের বিনিময়ে এদেশ স্বাধীনতা অর্জন করেছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী চারঘাট উপজেলায় কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্প অর্পণ এবং একটি র্যালির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানের সচুনায় শহীদের রুহের মাগফেরাত কামনা এবং এক মিনিটি নিরবতা পালন করেন। প্রথম প্রভাতে ইউএনও আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি চারঘাট আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) তানজিলা মেহেনাজ. ওসি নিবারন চন্দ্র বর্মন, অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক একরামুল হক, ভাইস চেয়াম্যান নাজমুল হক, তহমিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সাইফুল ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান এবং উপাধ্যক্ষ সাহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় প্রশাসনের আয়োজনে চারঘাট মডেল থানা পুলিশ কুচকাওয়াজ, এবং বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ডিসপ্লে প্রর্দশনি ও যেমন খুশি তেমন সাজো বিজয়ীদের মাঝে শুভেচ্ছা পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। পরিশেষে মুক্তি যোদ্ধাদের ফুলের তোরা দিয়ে সংর্বধনা দেয়া হয়।