Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় স্বামী জাহাঙ্গীর (৬২) আত্মহত্যা করেছে।

আজ রবিবার সকালে রাওথা গ্রামের আমগাছ থেকে তার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর হোসেন চারঘাট মিয়াপুর গ্রামের গোকুলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী কাঞ্চন বেগম মারা যাওয়ার পর রাওথা গ্রামের মৃত জামালের মেয়ে ফরিদা বেগমকে বিয়ে করেছিল জাহাঙ্গীর। তিন মাস আগে পারিবারিক কলহের জের ধরে ফরিদাকে তালাক দেয় জাহাঙ্গীর।

এরপর ফরিদা বেগম স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে থানাপাড়া সোয়ালোজে অভিযোগ করলে উভয়ের শুনানি শেষে শনিবার দেন মোহরের ৩০ হাজার টাকা পরিশোধ করে খোলা তালাকের কথা ছিল। নিহতের ছেলে সাফদার রহমান জানান, শুক্রবার রাতে বাবা নিখোঁজ হন। শনিবার সকালে খবর পেয়ে আমগাছে ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়।

চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ নিবারন চন্দ্র বর্মন জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা না হত্যা, বোঝা যাবে।