খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: যারা বিভিন্ন অভিযান পরিচালনা করছেন আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই অভিযান সম্পর্কে খবর রাখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন কত কষ্ট করে বিভিন্ন বাহিনীর লোকেরা মিলে এক একটা অভিযান পরিচালনা করছেন। জঙ্গি দমন অভিযান করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাচ্ছি। র্যাবের গোয়েন্দা শাখার প্রধানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তিনি অতি দ্রুত আমাদের মাঝে আবারও ফিরে আসবেন এই কামনা করছি।
রবিবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা।
তিনি আরো বলেন, জঙ্গিরা কিছু দিন পর পরই তাদের তৎপরতা জানিয়ে দিচ্ছে। আমরা তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ও সামাজিক বিভিন্ন মাধ্যমে কিছু তথ্য জানতে পারি। কিন্তু গোয়েন্দাদের কাছে কি তথ্য আছে সেটা তো আমরা জানতে পারি না এবং সেই বিষয় নিয়ে আলোচনাও করতে পারি না। রাষ্ট্রের সকল বিষয় আমাদের জানতে চাওয়ার কোন অধিকার নেই। তবে একটা কৌতুহলের বিষয় হচ্ছে যে জঙ্গিরা ধরা পড়ছে তারা আসলে কোন ধরণের তথ্য দিচ্ছে। তারা কি আসলে সঠিক তথ্য দিচ্ছে?
্শামীম রেজা আরো বলেন, আমরা বিশ্বাস করতে চাই আমাদের এখানে আইএস নেই। তবে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে হয়তো কেউ কেউ এই কাজগুলো করে কিংবা হয়তো তারা মনে করে যে এই ধরণের কাজ করলে আইএসের কাছে পৌঁছানো যাবে তাই তারা এই কাজ করে।