Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

arrestখােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: পঞ্চগড়ে সন্দেহজনক ৬ নারীকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে (রাত ১ টায়) শহরের তেলীপাড়া মহল্লার একটি বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে পুলিশ জানায়।

পুলিশ জানান, পঞ্চগড়ের বারআউলিয়া মাজার শরীফে যাওয়ার জন্য সন্ধার পর এক শিশুসহ মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আংগুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি নামে ৬ নারী পঞ্চগড়ে আসেন। তারা রাত্রিযাপনের কথা বলে ওই মহল্লার রবিউল ইসলাম নামে এক পান দোকানীর বাসায় আশ্রয় নেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ওই বাড়ী থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের সংশ্লিষ্টতা খবর পাওয়া যায়নি। তব্ েতিনি জানান,বিষয়টি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ চলছে।