খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: ইমার্জিং কাপে শুভসূচনা করল বাংলাদেশ। চট্টগ্রামের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২ উইকেট হারিয়েই হংকংয়ের দেওয়া ১২৬ রানের লক্ষ্যটা টপকে যায় লাল-সবুজের দল।
শুরুটা ভালোভাবে করলেও বাংলাদেশের বিপক্ষে হংকং শেষ পর্যন্ত ব্যাটিং করতে পেরেছে মাত্র ৩৫.১ ওভার। ২০ ওভার শেষে হংকংয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮০ রান। কিন্তু এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১২৫ রানেই গুটিয়ে যায় ক্রিকেটবিশ্বের নবীনতম এই দেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.১ ওভারের মধ্যেই আট উইকেটের জয় তুলে নিয়েছেন মুমিনুল-নাসিররা।