খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: সিরাজদিখানের বাসাইল উনিয়নের পাথরঘাটা গ্রাম সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাথরঘাটা উদয়ন পাঠাগারের আয়োজনে গ্রামবাসীর সহযোগীতায় গ্রামটিকে ৩২ টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ সময় বক্তারা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি উদ্যোগ এই গ্রামকে জেলার প্রথম ডিজিটাল সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক সামসুল আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান থানা অফিসার ইন চার্জ মো. ইয়ারদৌস হাসান। এ সময় অন্যন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন ভুইয়া বাবুল, মুন্সীগঞ্জ বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুন নাহার, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল, সিরাজদিখান থানার উপ পরিদর্শক হানিফ সরকার, বাসাইল ইউপি সদস্য মাহবুব রহমান, উদয়ন পাঠাগার সভাপতি মাহমুদুর কবীর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু, সাংবাদিক আল মামুন প্রমুখ। এর আগে উদয়ন পাঠাগারের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।