Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: 58মিলন খন্দকার,গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় ৮৮টি সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে সাঘাটা বাজার এলাকায় উপজেলা পরিষদের ডাকবাংলোর সামনে জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা এসব সোলার প্যানেল বিতরণ করেন।
এর আগে জামিল মাষ্টারের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়াম্যান বলেন, গাইবান্ধা জেলাকে একটি মডেল জেলা হিসেবে সাঁজানোর সবধরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জেলা পরিষদের যতটুকু সম্পদ আছে তার যথাযথ ব্যবহার করে সকল উপজেলায় সমান উন্নয়ন করা হবে।আগামীতে যে সব এলাকায় এখনো বিদ্যুৎ পৌচ্ছে নাই সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদ থেকে সোলার প্যানেলের ব্যবস্থা করা হবে। তবে অগ্রাধিকার পাবে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার এলাকা।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. একেএস মাহাবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য জরিদুল ইসলাম, শুক্কুর আলী, লুবমিলা পারভীন ছন্দা, সামসুজ্জোহা, সাকোয়াত হোসেন, জেলা পরিষদের প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাব হোসেন, সাবেক ইউপি চেয়াম্যান ডা. আব্দুর রউফ, ব্যবসায়ী গৌতম কুমার চন্দ, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।