খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারের মুক্তির দাবী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তেজগাঁও থানা-শেরে বাংলানগর থানা এবং শিল্পাঞ্চল থানার বিএনপি ও সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ বৃহত্তর তেজগাঁও থানার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলার ও ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারকে মিথ্যা মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বাসায় ফিরার পথে পথি মধ্যে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার প্রমান করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনার ফেরী করলেও প্রকৃত অর্থে তারা চেতনায় বিশ্বাস করে না। সরকার আনোয়ারুজ্জামান আনোয়ারকে তাদের শাসনামলে বার বার গ্রেফতার করে নির্যাতনের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছে। বর্তমান অবৈধ সরকারের শাসনামলে তিনি একদিনেও জন্যও পরিবারের সাথে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে নাই। অথচ এলাকার জনপ্রিয় কাউন্সিলার হিসাবে তিনি সকলের প্রিয়। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন, হামলা-মামলা-গ্রেফতার করে সরকার তার অবৈধ শাসনকে চিরস্থায়ী করতে পারবে না। আনোয়ারুজ্জামান আনোয়ার মুক্তি সংগ্রাম পরিষদের উদ্দ্যোগে ৩০ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন : বিএনপির তেজগাঁও থানা এল. রহমান, এস এম মোমিনুল হক, আইনুল ইসলাম চঞ্চল, ইঞ্জিনিয়ার মোঃ মিরাজউদ্দিন হায়দার, আবদুল মতিন, দেওয়ান কুতুবউদ্দিন স্বপন, হাফিজুর রহমান কবির, শেরে বাংলানগর থানার শাহ আলম, মোঃ সিরাজ, নাসিরউদ্দিন, রাশেদ কামাল, শিল্পাঞ্চল থানার গোলাম সাবের চৌধুরী কিরণ, আব্দুল মোতালেব ভুইয়া, মোঃ রহমত, মোঃ মানিক প্রমুখ। এছাড়াও ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, এনডিপি মহানগর সদস্য মোঃ মুছা প্রমুখ নেতৃবৃন্দ আনোয়ারুজ্জামান আনোয়ারের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।