Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭: গত রোববার প্যারিসের একটি হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স’ ও ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুল’-এর উদ্যোগে প্যারিসে স্বাধীনতা দিবস পালন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুস্ঠানের শুরু হয় । প্রথম পর্বে অনুষ্ঠীত আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি আবুল হোসেন, স্তিফেন তুসেল, সিপাহী ফরহাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, দানিয়াল রুদন্ত জিবালতা, জ্যাক লু সারজ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহ সভাপতি কামরুল হাসান বকুল ও স্কুলের শিক্ষিক ফাতেমা খাতুন। অনুস্ঠানটি পরিচালনা করেন অয়ন শাহপরান ও স্কুলের শিক্ষিক সায়েদা আক্তার। একাত্তরের রণাঙ্গনের দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিপাহী ফরহাদ হোসেন এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।
অনুস্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় । আলোচনা শেষে কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা পাঠে অংশ নেন কবি বদরুজ্জামান, কবি আবু সাহেদ জামাল, অয়ন শাহ পরান, সোমা দাস, পলাশ গাঙ্গুলি, নাজনীন খন্দকার, বেনু রহমান ও খন্দকার আতাউর।