খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭: ‘পৃথিবী একটা রঙ্গমঞ্চ আমরা সবায় অভিনেতা অভিনেত্রী’ এই স্লোগানে নোয়াখালীতে বিশ^ নাট্য দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন করে বিশ^ নাট্য দিবস উদ্যাপন পরিষদ, নোয়াখালী। লক্ষীনারায়নপুর থিয়েটারের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আলমাস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলন জেলা জজ আদালতের জিপি কাজী মো: মানছুরুল হক খসরু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, আমিরুল ইসলাম হারুন ও আবু নাছের মঞ্জু, নোয়াখালী থিয়েটারের সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী। বিশ^ নাট্য দিবস উদ্যাপন পরিষদ নোয়াখালীর সদস্য সচিব পারভেজ আহমেদ ভূইয়া পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের আহবায়ক ফরিদ উদ্দীন মনু।
পরে মমতাজ উদ্দীন আহমেদ রচিত ও ফরিদ উদ্দীন মনু নির্দেশিত ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকে সূর্যকুন্ড বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ডা: বদরুল আহসান রাজু, জাহাঙ্গীর কবির, ফারজানা আক্তার ডালিয়া, সুবর্ণা আক্তার বৃষ্টি, মঞ্জুরুল হক মঞ্জু, শফিক আহমেদ, রিপন বিশ^াস হিমু, অজিউল্যাহ নয়ন, মাসুদ রানা।