Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: অপ্রদর্শিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং না হওয়া কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক করের পার্থক্য কমপক্ষে ১৫ শতাংশ করারও দাবি জানিয়েছেন তারা।
বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ববোর্ড-এনবিআরকে দেয়া প্রস্তাবনায় এসব দাবি জানিয়েছে সংগঠনটি। এসবের মাধ্যমে শেয়ার বাজার আরো চাঙ্গা হবে বলেও আশাবাদ তাদের।
মার্চেন্ট ব্যাংক। অনেকের কাছেই যার পরিচিতি বিনিয়োগ ব্যাংক হিসেবে। কাজ মূলত পুঁজিবাজার নিয়ে। শেয়ার বাজার থেকে মূলধন তুলতে আসা কোম্পানিকে সহায়তা করা ছাড়াও নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগ করে থাকে এসব প্রতিষ্ঠান।
এছাড়া বিনিয়োগকারীদের পোর্টফোলিও ব্যবস্থাপনার পাশাপাশি শেয়ার কিনতে মূলধনের অনুপাতে ঋণ সহায়তাও দিয়ে থাকে তারা। দেশে বর্তমানে এমন আর্থিক প্রতিষ্ঠান ৫৭টি। প্রতিবছর বাজেটের আগে বাজারের সক্ষমতা কিংবা বিনিয়োগ পরিবেশ বাড়াতে নানা প্রস্তাব দিয়ে থাকে এ খাতের সংগঠন বিএমবিএ।
সে ধারাবাহিকতায় এ বছর গুরুত্ব পেয়েছে অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানগুলোর কর ব্যবধান বাড়ানোর মতো বিষয়গুলো। বর্তমানে দেশের লাখের বেশি কোম্পানি থাকলেও পুঁজিবাজারে আছে মাত্র কয়েকশ। বিএমবিএর প্রস্তাব এ ব্যবধান কমপক্ষে ১৫ শতাংশ করার। যা বর্তমানে আছে ৫ শতাংশ।
এছাড়া মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কর হার একই রাখার প্রস্তাব দেয়া হয়েছে। তবে এসব প্রস্তাবের সবগুলোর সাথে পুরোপুরি একমত নন এনবি আরের সাবেক এই চেয়ারম্যান। তার মতে, ঢালাওভাবে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দিলে, সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন। তবে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা নেয়ার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, কেবল রাজস্ব সহায়তা দিয়েই বাজারকে স্থিতিশীল করা যাবে না, সাথে ফেরাতে হবে বিনিয়োগকারীদেরও আস্থাও।
চ্যানেল টোয়েন্টিফোর