খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গণমাধ্যম। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, গণমাধ্যমের ভুমিকায় আজ বিশ্ব এগিয়ে চলছে এবং অনাগত দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।
বুধবার (২৯ মার্চ) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে “ভালোবাসা এই পথে গেছে” এই অঙ্গিকার নিয়ে নতুন ধারার দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য একথা বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠানে নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমাদের সময় নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, মিডিয়া গবেষক মাহমুদুল হক ফয়েজ, নাট্যকার মিরন মহিউদ্দিন, বিশ্ব বিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্ল আল মামুন, নোয়াখালী মহিলা কলেজের অধ্যাক হুমায়ুন কবির, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জান চৌধুরী, দৈনিক সফল বার্তার সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, নোয়াখালীর সময়ের সম্পাদক নাসির উদ্দিন মাহম্মুদ বাদল, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান, বণিকবার্তার প্রতিনিধি অমরিত লাল ভৌমিক সুমন, বাংলা নিউজ ২৪ প্রতিনিধি ফয়জুল ইলাম জাহান, প্রগতি শিল লেখক ফোরামের সাধারণ সম্পাদক কামাল হোসেন মাসুদ।
উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান আরো বলেন, সংবাদপত্র বা গণমাধ্যম গণমানুষের কথা বলবে, সমাজের কথা বলবে, দেশের কথা বলবে, আন্তর্জাতিক পরিম-লে দেশ ও দেশের সফলতা তুলে ধরে দেশকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এটা সংবাদপত্র বা গণমাধ্যমের অন্যতম একটি কাজ। তাছাড়া সমাজের সংকীর্ণতা ও দুর্বলতা তুলে ধরে এবং তার প্রতিকার, সমাজকে সংস্কারের ব্যবস্থা করা সংবাদপত্র বা গণমাধ্যমের কাজ।
তিনি বলেন, আমি আশা করি আমাদের সময় পত্রিকাটি সমাজের সংকীর্ণতা ও দুর্বলতাকে তুলে ধরে সংবাদ প্রকাশ করবে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করবে।
একটি সুস্থ ও গণতান্ত্রিক প্রগতিশীল সমাজ গঠনে এবং মুক্তিসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অর্জিত আদর্শসমূহ পাঠকদের সামনে তুলে ধরা, নতুন প্রজন্মসহ জনসাধারণকে অনুপ্রাণীত করা এবং সর্বোপরি বাংলাদেশকে একটি উন্নত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে গণমাধ্যাম কর্মীদের প্রতি তিনি আহবান জানান।