খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: নোয়াখালী বিভাগের দাবিতে জেলার সোনাইমুড়ি উপজেলায় মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকালে সোনাইমুড়ি বাইপাস চত্ত্বরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ সোনাইমুড়ী শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সোনাইমুড়ী শাখার আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ সোনাইমুড়ী শাখার উপদেষ্টা খলিলুর রহমান, পৌরসভা প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, রাজধানী থেকে ৫০ কিঃমিঃ দূরত্বের জেলা কুমিল্লাকে বিভাগ না করে ১৮০ কিঃ মিঃ দূরত্বের নোয়াখালীকে বিভাগ করা হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন মান উন্নত হবে। পাশাপাশি সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্য সফল হবে।
এসময় নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুপসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার শতশত মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।