খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে শরীরে গাঁজা বহণকালে আলমগীর হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল পাঁচটার দিকে তাকে আটক করা হয়। আলমগীর হোসেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের মৃত আলী মাবুদের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত বলেন, গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে পেট ও কোমড়ে করে প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা বহণ করছিলো আলমগীর। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।