Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭:  50জামালপুর শহরে বিভিন্ন এনজিও’র সমন্বয়ক, রাজনৈতিক নেতা, সরকারী বড় বড় উর্ধ্বতন কর্মকতারা গ্রীন জামালপুর ক্লিন জামালপুর নামে র‌্যালী লিফল্যাট বিলি করে প্রচারণা করলেও সেটা কি আসলে কতটুকু সফল হয়েছে? এটিই সাধারণ মানুষের প্রশ্ন।
জামালপুর শহরের গেইটপাড় এলাকায় পৌর সভার ড্রেন পরিস্কার করে ময়লাগুলি না সড়ানোর কারণে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের দুর্ভোগ। ড্রেনের বর্জ্যরে দূর্গন্ধ ও রাস্তার উপর ময়লার স্তুপগুলো থাকায় সাধারণ মানুষের চলাচলও ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে একাধিক অভিযোগ করেছেন সাধারণ ভুক্তভোগী মানুষ।

গেইটপাড় এলাকার ব্যবসায়ী শামীম হায়দার বলেন, ড্রেনগুলি পরিষ্কার না করায় ড্রেনের পঁচাপানির মধ্যেই আসা যাওয়া করতে হয়। এছাড়াও ড্রেনগুলি পরিষ্কার করে ড্রেনের ময়লাগুলি সড়িয়ে না নিয়ে রাস্তার উপর স্তুপ করে রাখায় ময়লার দুর্গন্ধে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারিনা। যা নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। এব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই বললেই চলে। জামালপুর শহরের গেইটপাড় ছাড়াও মহিলা কলেজ সংলগ্ন এলাকাটিতেও একই অবস্থা বিরাজমান।

অটো চালক ফিরোজ মিয়া বলেন, ড্রেনগুলি পরিষ্কার না করায় ড্রেনের পচাপানি রাস্তার উপরে আসায় এবং ময়লাগুলি রাস্তার উপর স্তুপ করে রাখার কারণে দূর্গন্ধের জন্য আমাদের অটো চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যাত্রীরা এখানে গন্ধের জন্য নামতেও চায় না।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, শুধু গেইটপাড় এলাকাই নয় তমালতলা, কথাকলি মার্কেট, লম্বাগাছ এলাকা, জাহেদাসফির মহিলা কলেজের পার্শ্বেসহ শহরের বিভিন্ন এলাকায় ড্রেনের অপবিত্র পানি রাস্তায় প্রবেশ করায় মুসল্লিদের ও সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এছাড়াও ড্রেনগুলি পরিস্কার করে ময়লাগুলি রাস্তা থেকে না সরানোর কারণে দূর্গন্ধের জন্য শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আমি দ্রুত ড্রেনগুলি পরিস্কার ও ড্রেন পরিস্কারের ময়লাগুলি সড়ানোর জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।