খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: চাঁদপুরের হাইমচরে পদ্মাসেতুর অনুরূপ মানব সেতুর মাধ্যমে ছাত্রদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ায় উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী চাঁদপুর শিশু আদালতে আত্মসর্ম্পন করে জামিনে মুক্তি পেয়েছেন। হাইমচর থানার জিআর মামলা ২। গতকাল ২৯ মার্চ বুধবার বিকেল ৪টায় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী শিশু আদালত ও অতিরিক্ত জেলা দায়রা জজ মামুনুুর রশিদের আদালতে আত্মসর্ম্পন করেন। দীর্ঘ সময় জামিনে আবেদনের উপর রাষ্ট্রপক্ষে, বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে বিজ্ঞ বিচারক মামুনুর রশিদ অভিযুক্ত নূর হোসেন পাটওয়ারীর মানবসেতুর উপর দিয়ে হেটে যাওয়ায় কোন শিক্ষার্থী অসুস্থ বা আহত না হওয়ায় এবং এই মামলার কোন এমসি আদালতে জমা না দেওয়ায় জামিন প্রদান করেন।
অন্যদিকে এই মামলার অপর চার আসামী স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হৃমায়ন পাটওয়ারী, সদস্য মুনসুর আহমেদ ও এমএ বাশার আদালতে জামিনের জন্য আসেন নি। শুধুমাত্র প্রধান আসামী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী এককভাবে আদালতে আত্মসমর্পন করে জামিনে মুক্তি পেয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু। বাদীপক্ষে আইনজীবী ছিলেন, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, অ্যাড. মামুন, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
উল্লেখ্য চলতি বছরে ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওচমানিয়া বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে কোমলমতি স্কুল ছাত্রদের তৈরি করা মানবসেতুর উপর দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী জুতা পরে হাঁটার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জাতীয় এবং চাঁদপুরের স্থানীয় পত্রিকায় প্রকাশের খবর ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনার ঝড় বইতে শুরু করে। ঘটনার পর বুধবার রাতে আহমেদ আলী নামে এক অভিভাবক নুর হোসেন পাটওয়ারীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা দায়ের করেন। মামলা নং জিআর ২।