Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবদীতে সম্পত্তিগত বিরোধে কয়েক লাখ টাকার গাছ কতৃন করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবদী মো. সায়েদ তালুকদারের বাড়িতে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মো. সায়েদ তালুকদার জানান, একই বাড়ির আফতাব হোসেন তালুকদার (খোকন) এর বোন আঞ্জুমা বেগমের কাছ থেকে ২০১৬ সালে ১০ শতাংশ জমি ক্রয় করার পর খারিজ ও জলিল করে দিয়েছে। এর পর থেকে আফতাব হোসেন তালুকদার (খোকন) বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে যে আমার ক্রয়কৃত জমি আমাকে ভোগ করতে দিবে না। কয়েকদিন আগে ঐ জমিতে ধান চাষ করি। আমার ৩ ছেলে দেশে না থাকায় আমি, আমার স্ত্রী ও ছেলের বউ বাড়িতে থাকি। গত মঙ্গলবার সকালে আফতাব হোসেন তালুকদার (খোকন) আমার চাষকৃত জমি থেকে ধানের চারা (জালা) নষ্ট করে দিচ্ছিল। এমন সময় আমার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলের বউ সুমি বেগম নষ্ট না করার জন্য ডাক দিলে আফতাব হোসেন তালুকদার (খোকন), তার ছেলে মাহাবুর, আরিফ, তারেক ও তানভির লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারার জন্য তেড়ে আসে। পরে বাড়ির পাশের অন্যান্য লোকজন তাদের ডাক দিলে চলে যায়। ঐ দিন রাতে তারা দলবল নিয়ে আমার বাগানের অনেকগুলো বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে যায়। আামি সেখান দিয়ে যাওয়ার সময় বাগানে শব্দ শুনে হাতে থাকা লাইটের আলো মেরে তাদের ডাক দিলে তারা পালিয়ে যায়। কিছু হলে তাদের ডাক দিলে তারা কারো কথাশুনাতো দূরের কথা উল্টো সন্ত্রাসী কায়দায় দল বলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এবিষয়ে আমি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।