খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: ফরিদপুরের জনসভায় বক্তব্যেও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই ভোট চাইতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণাঞ্চলে পদ্মাপারের মানুষ আমরা চিরকাল অবহেলিত ছিলাম। এই এলাকায় যখনি আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনি আপনাদের উন্নতি হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচন সামনে। ২০১৯ সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। আপনারা নৌকায় কি ভোট দেবেন, বলেন- হাত তুলে বলেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকেল সোয়া ৪টায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক জনসভায় ভাষণে এসব কথা বলেন। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আজ ফরিদপুর আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলা অবহেলিত। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ফরিদপুর অবহেলিত থেকেছে। আমরা আজকে ফরিদপুরের জন্য অনেক উপহার নিয়ে এসেছি। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। উপহার হিসেবে আপনাদের ২০টি প্রকল্প দিয়ে গেলাম।
সরকারপ্রধান বলেন, ’৭৫-এর পর বাংলাদেশে হয়েছে হত্যার রাজনীতি। আন্দোলনের নামে ২০১৩, ২০১৪ ও ২০১৫-তে তারা অত্যাচার করেছে মানুষের ওপর। এই সময়ে তাঁরা ৫০৮ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন। তিনি বলেন, প্রতি উপজেলায় অন্তত একটি সরকারি স্কুল ও কলেজের ব্যবস্থা করছি। বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, যার ঘর নাই বিনা পয়সায় ঘর করে দিবে। গরিবের কল্যাণ করে আওয়ামী লীগ। বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার ব্যবস্থা করে দিয়েছি।