Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সৌহাদ্যর্পূণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাত সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের সঙ্গে গণতন্ত্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাসহ নানা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।