Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: মানতে পারছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে লিওনেল মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষুব্ধ এএফএ এখন আপিল করবে শাস্তির বিরুদ্ধে।

এএফএ’র সেক্রেটারি হোর্হে মিয়াদোসকি নিশ্চিত করেছেন খবরটি। আপিলের বিষয়টি জানানোর সময়ও তার চোখেমুখে বিস্ময়ের রেখা, ‘সিদ্ধান্তটাতে আমরা তো সবাই হতবাক। ম্যাচের কয়েক ঘণ্টা আগে যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাতে আমার ভীষণ ক্ষুব্ধও।’ আপিল করলে মেসির শাস্তি কমবে বলেও আশবাদী এএফএ’র এই কর্তা। আগের উদাহরণ টেনে তিনি বললেন, ‘আমরা এখন ফিফার কাছে আপিল করব। আগের উদাহরণগুলো আমাদের মনে বিশ্বাস জুগিয়েছে যে, শাস্তি কমা সম্ভব।’

বলার অপেক্ষা রাখে না ফিফার সিদ্ধান্তে কতটা ভেঙে পড়েছেন মেসি। দেশের জার্সিতে প্রতিনিয়ত নতুন ‍যুদ্ধে নামা বার্সেলোনা ফরোয়ার্ড আগের ম্যাচেই দলের জয় নিশ্চিত করেছেন গোল করে। বলিভিয়ার বিপক্ষে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন যখন, ঠিক সেই মুহূর্তেই পেয়েছেন দুঃসংবাদটি। মেসির অবস্থা বোঝাতে গিয়ে মিয়াদোসকি বলেছেন, ‘আমাদের মতো মেসিও বিষণ্ণ। যেভাবে ওই ঘটনাটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাতে আমরা মোটেও একমত নই।’

চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে লাইন্সম্যানকে ‘গালি’ দেওয়ায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা চার ম্যাচ নিষিদ্ধ করেছে মেসিকে। ঘোষণাটা এসেছে বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে। এই নিষেধাজ্ঞায় মেসি লা পাজের ম্যাচটি তো বটেই সঙ্গে আরও তিন ম্যাচ মিস করে ফিরতে পারবেন রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের একেবারে শেষ ম্যাচে। দলের সেরা অস্ত্রের এত বড় শাস্তি স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তারা ফিফার কাছে আপিল করবে এখন। এপি