খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ কিশোরগঞ্জ প্রতিনিধি :: আজ কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ ছাত্রীদের ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী ৮টি পদে মোট ২৬জন প্রতিদ্বন্দীতা করছে। বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদের নিয়ম সৃঙ্গখলা, শিক্ষার মান উন্নয়ন, প্রতিযোগীতা মুলক যুগোপযোগী বিভিন্ন খেলাধুলা,বিতর্ক প্রতিযোগীতা,রাষ্টীয় মুল্যবোধ সম্পর্কে,সাম্প্রদায়িক সচেতনতা ইত্যাদি বিষয়ে পারস্পরিক গঠণমুলক শিক্ষায় এগিয়ে থাকার প্রত্যয়ে এই ছাত্র ক্যাবিনেট নির্বাচন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম স্যরের সাথে ভোটের বিষয়ে কথা বললে তিনি ছাত্র/ ছাত্রীদের এই গঠণমুলক কাজের প্রশংসা করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন,সভাপতি মমতাজুল ইসলাম সাবুলেরর সাথে আলাপ কালে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদেরকে যুগের সাথে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করে সবাইকে পাশে থাকার আহব্বান করেন। এখনও পর্যন্ত ভোট চলছে, তবে ফলাফল ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছেনা কে কে হচ্ছেন ক্লাশ ক্যাপ্টেন।।