খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: বগুড়ার শেরপুরে কালো বাজারে বিক্রি হওয়া হতদরিদ্রদের জন্য ১০ টাকা দরের ৮ হাজার ৮শ ৫০ কেজি চাল গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জানা যায়, উপজেলার ভবানিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে কফিল উদ্দিন হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ডিলারশিপ নেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৮ মার্চ এই চালগুলো সকাল থেকে ওই এলাকার ৭’শ ১৮ জন হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা দরে বিক্রি করছিল। কিন্তু সুবিধা ভোগিরা সেই চাল গুলো কালো বাজারে বিক্রি করে দিলে ব্যবসায়ী তাপষ কুমার মোহন্ত কিনে নিয়ে উপজেলার মির্জাপুর দড়ি মুকুন্দ সড়কের তার নিজের গোডাউনে গুদামজাত করার জন্য ভটভটি ভর্তি করে নিয়ে আসছিলেন। এ সময় গত বুধবার ২৮ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার একেএম সরোয়ার জাহানকে খবর দিলে তিনি এসআই আব্দুল মজিদের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি টের পেয়ে ব্যবসায়ী ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার গুদামের ভিতর প্রবেশ করে ১৭৭ বস্তা চালসহ একটি ভটভটি আটক করেন এবং আলামত হিসেবে ১বস্তা চাল থানায় নিয়ে আসেন। বাকি চাল সহ গুদামটি সিলগালা করেন। এই ঘটনায় ব্যবসায়ী ও ডিলারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ডিলার কফিল উদ্দিন বলেন-চালগুলো আমার না। উত্তোলনকৃত চালের মজুত ঠিক আছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার একেএম সরোয়ার জাহান বলেন-সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১’শ ৭৭ বস্তা চালসহ তাপষ কুমার মোহন্তের গোডাউন সিলগালা করা হয়েছে।