খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: বাগেরহাটে মাদ্রাসা জেনারেল শিক্ষকদের আট দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশনের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে কেন্ত্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংগঠনের বাগেরহাট জেলা সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এসএম আকরাম হোসেন, যুগ্মসম্পাদ মো: উজায়ের হোসেন, সদর উপজেলা সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম লিটন, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ শুনু, শিক্ষক নেতা মো: রওনাকুল ইসলাম, মো: জিয়াদুল ইসলাম, মো: নাইমুল ইসলাম প্রমুখ। বক্তারা দেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ, প্রধানমন্ত্রী ঘোষিত বৈশাখী ভাতা প্রদান ও ৫% ইনক্রিমেন্ট প্রদান সহ তাদের আট দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।