খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমানের প্রথম কর্ম দিবস বিশেষ ভাবে পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রথম কর্মদিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত ফারজানা, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যার অধ্যাপক আব্দুল হাকিম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা খাতুন, পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউট এর অধ্যক্ষ বাবু গৌরপদ মন্ডল, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, আতাউর রহমান জিন্নাহ, কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ডিসে¤Ÿর উপজেলা বিএনপি’র সভাপতি ও বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. একরামুল আলম (৬৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করার পর পদটি শূণ্য হয়। পরবর্তীতে ৬ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে ডা. সিদ্দীকুর রহমান পাটোয়ারী আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।