খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মনিরুল হক সাক্কুর বিজয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক ও মহাসচিব এম. এম. আমিনুর রহমান জনরায়ে বিজয়ী মেয়র ও কুমিল্লার জনগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, কুমিল্লার জনগনের রায়ে সাক্কুর বিজয় গণতন্ত্রের বিজয়।
আলামিন ভুইয়া রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কুমিল্লার জনগন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রমান করলো গণতন্ত্রহীন উন্নয়ন তাদের কাছে গ্রহনযোগ্য নয়। এই রায় মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের পক্ষের রায়।