খােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: ভাবার বিষয় হচ্ছে, যারা আত্মঘাতী হামলা করছে আমাদের সমাজে তাদের সংখ্যা আসলে কত? তারা এক জায়গায় বেশি দিন থাকে না। অতি অল্প সময়ে মানুষকে তারা তৈরি করে ফেলে। আমাদের অনেকগুলো ভাবার বিষয়ের সাথে এটাও একটি ভাবার ও উদ্বেগের বিষয়। যারা জঙ্গি নিয়ে কাজ করছেন, আমার মনে হয় জঙ্গিবাদের বিষয়টি তাদেরকে নতুন করে ভাবাবে।
বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
তিনি আরো চলেন, আমরা জঙ্গিদের দমন করতে খুব বেশি জোর দিয়েছি প্রশাসনিকভাবে। আমরা সোয়াট তৈরি করে রেখেছি। সেই সাথে তাদেরকে ভালো ট্রেনিং নেওয়ার জন্য বিদেশে পাঠাচ্ছি। এটা ভালো এবং এর প্রয়োজনীয়তাও আছে। কিন্তু এর সাথে সাথে আরো কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া যেতে পারতো, যেমন আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচার বিভাগের স্বাধীনতা আরো বেশি করে নিশ্চিত করা, ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরো গতিশীল করা। পাঠ্য বইগুলো ঠিক করা। এই কাজ গুলো কি আমরা করছি?
মিজানুর রহমান খান আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলের জন্য কার্যকরি পদক্ষেপ হলো আমাদের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা দূর করে গণতন্ত্রের চর্চা বাড়ানো।