খােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সরকারি মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন পাঁচ গুণ বাড়াতে হবে।
আগামী অর্থবছরের বাজেট নিয়ে বৃহস্পতিবার এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে পোস্ট মাধ্যমিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন অনেক কম। যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতন ও টিউশন ফি ১২ থেকে ২০ টাকার মধ্যে, তা বাড়িয়ে আগামী বাজেটে ৫ গুণ করা হবে।
তিনি জানান, বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের খরচের সঙ্গে তুলনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
‘বিড়ির অস্তিত্ব থাকবে না’
এই প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ থেকে বিড়ি বিলুপ্তির আকাঙক্ষার কথাও জানান অর্থমন্ত্রী মুহিত।
তিনি বলেন, আমি চাই আগামী দুই বছরের মধ্যে দেশে বিড়ি থাকবে না। কিন্তু পারব কি না, জানি না ডাউট আছে।
কেন বিড়ি শিল্পের বিলুপ্তি চান- তার ব্যাখ্যায় মুহিত বলেন, এখন বিড়ি ইজ অ্যা ডেড ইন্ডাস্ট্রি এবং এটা ফাঁকিবাজি ইন্ডাস্ট্রি। এখন যারা সিগারেট প্রডিউস করে, তারা বিড়ি প্রডিউস করে। দে চিট দি গভর্নমেন্ট।
তিনি বলেন, বিড়িতে অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিড়ি দেশ থেকে বিতাড়িত হওয়া উচিৎ।’