Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kkখােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে শীর্ষ ধনীর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অনলাইন ব্যবসায়ীক প্রতিষ্ঠান আমাজন ডট কমের নির্বাহী জেফ বিজুস। ব্লমবার্গের বিলিনিয়ারি ইনডেক্সের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী বিজুস বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি।
বুøমবার্গের বিলিনিয়ারি ইনডেক্সের তথ্যে দেখানো হয়েছে বিজুসের সম্পদের পরিমাণ ৭৫.৬ বিলিয়ন ডলার। এদিকে ফোর্বেসের তালিকায় দেখানো হয়েছে বিজুসের সম্পদের পরিমাণ ৭৫.২ বিলিয়ন। শুধু বুধবার দিনই বিজুসের সম্পদের তালিকায় ৯ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে।
মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট ও স্পেনের ফ্যাশন ব্যবসায়ী আমানসিও অর্তীগারের সম্পদের পরিমাণ যথাক্রমে ৭৪.৯ ও ৭৪.২ বিলিয়ন ডলার। মার্কিন বিলেনিয়ারি বাফেট বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ের প্রধান নির্বাহী ও আর স্প্যানিশ আমানসিও অর্তেগা জারা অউনার ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা।
ফোর্বেসের তালিকায় বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ের প্রধান নির্বাহী বাফেটের স্থানে আমাজনের জেফ বিজুস দখল করলেও জারা অউনার ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও অর্তেগা থেকে নিট সম্পদে ১ বিলিয়ন পিছিয়ে রয়েছেন। সিএনএন