খােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা ৩১ মার্চ দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন ১১ বছর শেষ করে ১২ বছরে পদার্পণ করায় চ্যানেলের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিগত ১১ বছর অত্যন্ত সাহসীকতার সাথে বাংলাভিশন দেশের গণতন্ত্র ও সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাভিশন নিজের স্বকিয়তা বজায় রেখে এগিয়ে যাচ্ছে।
আমরা বাংলাভিশনের সকল সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এদিকে আজ দুপুরে এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা বাংলাভিশন কার্যালয়ে গিয়ে অভিনন্দন জানান। সেই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।