Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাসের’ প্রস্তুতিখােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ফের ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে আইনশৃংখলা বাহিনী।

এ উপলক্ষ্যে শনিবার সকাল ৯টার দিকে সোয়াত, র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সমস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

অল্প কিছু সময়ের মধ্যে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো. রওশনুজ্জামান সিদ্দিকী।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আলো স্বল্পতার কারণে বড়হাটের এই অভিযান স্থগিত করা হয়।

শুক্রবার সন্ধ্যায় সিলেট-মৌলভীবাজারের আঞ্চলিক মহাসড়কের বড়হাট এলাকায় ব্রিফিংকালে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বড়হাট জঙ্গি আস্তানাটি অন্য জঙ্গি আস্তানা থেকে জটিল। এর মধ্যে আলো স্বল্পতায় অভিযান স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরের একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃংখলা বাহিনী।

এর মধ্যে বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াতের ‘অপরাশেন হিটব্যাক’ শেষ হয়। এতে দুই নারী ও চার শিশুসহ সাতজন নিহত হয়।