খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া পদ্মা নদী থেকে ৪ জেলেসহ ৫৫মণ জাটকা জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ। আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন। আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়ার এলাকার আল-আমিন (৩০), মো. অলি (২৮), রাজিব (২০) ও সুরুজ (১৯)।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজীৎ কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৪ জেলেকে আটক করা হয়। তাদের কাছ ৫৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে সকাল ৯টার দিকে জব্দকৃত জাটকা মাছ বিভিন্ন এতিমখানা ও দু:স্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।