খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিকে ক্রিকেট কেন থাকে না, এ নিয়ে হয়তো আক্ষেপের অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও দীর্ঘদিন এ ব্যাপারে ছিল উদাসীন। তবে এবার অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তৎপর হয়েছে আইসিসি। ২০২৪ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার আবেদন করা হবে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল মাত্র একবারই—১৯০০ সালে। কিন্তু দীর্ঘ সময়ে খেলা বলেই হয়তো খুব একটা আবেদন জাগাতে পারেনি ব্যাট-বলের এ লড়াই। তবে টি-টোয়েন্টির আগমন আবার নতুন করে আশা জাগিয়েছে অলিম্পিক নিয়ে। আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন রিচার্ডসন, ‘আমরা এ বছরের জুলাইয়ে একটা সিদ্ধান্ত নেব। যেন আগামী সেপ্টেম্বরে অলিম্পিক কমিটির কাছে আবেদন করা যায়।’
২০২০ সালের টোকিও অলিম্পিকে জায়গা নেবে দুটি খেলা—বেসবল আর সফটবল। ২০২৪ সালের অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হবে আগামী সেপ্টেম্বরে। প্যারিস বা লস অ্যাঞ্জেলেস—এ দুটি শহরের কোনো একটিতেই আয়োজিত হবে ২০২৪ সালের অলিম্পিক। তবে যে শহরেই হোক না কেন, ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে আশাবাদী রিচার্ডসন, ‘আমাদের জন্য দুই শহরই সুবিধাজনক হতে পারে। ফ্রান্সে ক্রিকেট পিচ বানানোর জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে খরচ হয়তো একটু বেশি হতে পারে। কিন্তু এটা অসম্ভব কিছু না।‘