খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ফলে ডিএসইতে বিনিয়োগে ঝুঁকির মাত্রা বাড়ছে। ওই সপ্তাহে দশমিক শূন্য ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩২ পয়েন্টে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষকদের মতে, পিই রেশিও হিসেবে বিনিয়োগ নিরাপদ সংখ্যা এককের ঘরে। ১৫ ঘর পর্যন্ত কিছুটা নিরাপদ ধরা যেতে পারে। পিই রেশিও এর চেয়ে বেশি হলে বিনিয়োগে ঝুঁকির মাত্রা বাড়ে।
ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন ৯৩ শতাংশ
জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৩২ পয়েন্ট। এর আগের সপ্তাহে পিই রেশিও ছিল ১৬ দশমিক ২০ পয়েন্টে।
সপ্তাহ শেষে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১০ দশমিক ১ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৬ দশমিক ১ পয়েন্ট, সিরামিক খাতে ২৬ পয়েন্ট, প্রকৌশল খাতে ২২ দশমিক ৯ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২৫ দশমিক ৩ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৫ শতাংশ, বিমা খাতে ১৫ দশমিক ৩ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতে ২৫ দশমিক ৬ পয়েন্ট।
এছাড়া বিবিধ খাতের ৩১ দশমিক ৪ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ১৯ দশমিক ৭ পয়েন্ট, চামড়া খাতে ২৩ দশমিক ২ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২০ দশমিক ৯ পয়েন্ট, বস্ত্র খাতে ২৭ দশমিক ২ পয়েন্ট, সেবা ও আবাসন ২২ দশমিক ৫ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২৭ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করছে পিই রেশিও।