খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে দয়ারামপুর মিশ্রিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকবালের বাড়িতে এক অভিযান চালায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। সেসময় ৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।