Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

76খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: কোটচাঁদপুর কৃমি নাশক ট্যাবলেট খেয়ে কোটচাঁদপুরের এক বিদ্যালয়ের আট জন ছাত্রী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ডাক্তার বলছে ট্যাবলেট না ম্যাস হিস্টিরিয়ায় অসুস্থ্য হয়েছে তারা।
জানা যায়,কোটচাঁদপুরের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের আট জন ছাত্রী কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় শিক্ষক ও অভিভাবকরা তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসেন কোটচাঁদপুর হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই ছাত্রীদের দেখে ভর্তি করে দেন। ভর্তিকৃত ছাত্রীরা হল সোনিয়া (১৪),শ্রাবন্তী(১২),সুরাইয়া (১২),আফরোজা(১৪),অন্তরা (১৩),রাফেজা (১৩),মুনিয়া(১৪)শারমিন(৯)। এ ব্যাপারে কথা হয় শ্রাবন্তীর পিতার সঙ্গে তিনি বলেন,কৃমিনাশক ট্যাবলেট খেয়ে আমার মেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। কথা হয় ওই বিদ্যালয়ের শিক্ষক হামিদুল ইসলামের সঙ্গে তিনি বলেন,কৃমি নাশক ট্যাললেট খাওয়া পর মুনিয়া নামক মেয়ে প্রথমে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর আস্তে আস্তে সবাই অসুস্থ্য হয়ে পড়েন। কথা হয় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন,ওই বিদ্যালয়ের মুনিয়া নামের মেয়েটি আগে থেকে অসুস্থ্য ছিল। এরপর কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এ ঘটনা দেখে বিদ্যালয়ের অন্যান্য ছাত্র/ছাত্রীরা অসুস্থ্য হয়ে পড়েন। তবে এটা কৃমনাশক ট্যাবলেট খেয়ে নয়। এটা ম্যাস হিস্টিয়া বলা যায়।