Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

80খােলা বাজার২৪।। শনিবার, ১ এপ্রিল ২০১৭: শতাধিক দেশের হাজারের বেশি পার্লামেন্ট সদস্যদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সন্ধ্যায় এই সম্মেলন শুরু হয়। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলনের আয়োজক বাংলাদেশ জাতীয় সংসদ।
উদ্বোধনী পর্বে নানা আয়োজনে বাংলাদেশকে তুলে ধরা হয়। সংসদ ভবনকে ব্যাকগ্রাউন্ড রেখে নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়।

বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।

বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন আইপিইউ’র বর্তমান সভাপতি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য সারের হোসেন চৌধুরী। সংগঠনটির পাঁচদিনের এই সম্মেলনে ১৩১ দেশের ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নেওয়ার কথা।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘রিড্রেসিং ইন ইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল’।
নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থী রোববার সম্মেলনের প্রতিপাদ্যের ওপর কী নোট পেপার উপস্থাপন করবেন।

শুক্রবার আইপিইউর পক্ষ থেকে জানানো হয়, এবারই প্রথমবারের মতো ‘গ্রিন অ্যাসেম্বলি’র আয়োজন করা হয়েছে। উদ্বোধন হচ্ছে আইপিইউ ওয়েব টিভির।

সম্মেলনের উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইপিউর সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং উপস্থিত আছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সহস্রাধিক অতিথি উপস্থিত আছেন।