খােলা বাজার২৪।। শনিব্নিবা ১ এপ্রিল ২০১৭: আজ লেবার পার্টির ঢাকা মহানগর উত্তরের সভায় ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গুম খুনের রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন অাইন শৃংখলার চরম অবনতিতে জনগন দিশেহারা। সরকার দেশ পরিচালনায় ব্যার্থ হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করছে। গুম খুন অপহরনের কারনে জনমনে ভীকর অবস্থা বিরাজ করছে। ছাত্রদলনেতা নুরুল হুদার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। তিনি বলেন, দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মুল্যবৃদ্ধির কারনে নগরবাসী চোখে সর্ষেফুল দেখছে। শেয়ার বাজার কেলেংকারী, হলমার্ক, ডেসটিনি, পদ্মাসেতু, বেসিকব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অর্থ অাত্মসাত এবং অব্যবস্থাপনার কারনে দেশের অর্থনীতি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। ৫ জানুয়ারী ভোটারবীহিন সংসদ জনগনের প্রত্যাশা পুরনে চরমভাবে ব্যার্থ হয়েছে। তাই সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের অধীনে অাগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দলমত নির্বিশেষে দুর্বার অান্দোলন গড়ে তুলতে হবে। তিনি লেবার পার্টি ঢাকা মহানগর উত্তরের সকল থানা ও ওয়ার্ডে সংগঠিত করে শক্তিশালী করে অান্দোলনের প্রস্তুতি নেয়ার অাহ্বান জানান। তিনি অাজ বিকাল ৫ টায় উত্তরায় ১৩ নং সেক্টরে ঢাকা মহানগর লেবার পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। লেবার পার্টির নগরনেতা এস এম ইউসুফ অালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, বিশেষ অতিথি লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ অামিনুল ইসলাম রাজু, যুগ্ম-মহাসচিব অাহসান হাবিব ইমরোজ, যুব বিষয়ক সম্পাদক হুমাউন কবির। বক্তাব্য রাখেন মহানগর লেবার পার্টির নেতা এমএ মান্নাফ খান, মাসুদুর রহমান ভুইয়া, অারিফ হোসেন সরকার, মমিনুল ইসলাম, মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন ও মোশারফ হোসেন প্রমুখ।