Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭:  কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের পুতুমায়ো প্রদেশে ভূমিধসে অন্তত ১৫৪ জনের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস শনিবার দুর্গত এলাকা পরিদর্শনের পর নিহতের সংখ্যা জানিয়েছেন। ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।
রাতে কয়েক ঘণ্টা ভারি বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে প্রাদেশিক রাজধানী মোকোয়া শহর প্লাবিত হয়। কাদাপানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে যায়, ধসে পড়ে অনেক ঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গাড়ি।

ভূমিধসে অনেকে নিখোঁজ রয়েছেন, সে সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ওই এলাকার প্রধান হাসপাতালে আহতদের সামলাতে হিমশিম খাওয়ার কথা জানিয়েছেন একজন সেনা কর্মকর্তা। অন্তত ১৯০ জন আহত হওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
ওই অঞ্চলের গভর্নর সোরেল আরোকা স্থানীয় গণমাধ্যমকে বলেন, মাকোয়া পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে। মোকোয়ার মেয়র হোসে আন্তনিও কাস্ত্রো বলেন, “আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।”
তার নিজের বাড়িও ধ্বংস হয়ে গেছে জানিয়ে কাস্ত্রো বলেন, “ছাদ পর্যন্ত কাদা।”
উদ্ধারকর্মীরা বলছেন, বৈরী আবহাওয়া ও ক্ষতিগ্রস্ত স্থাপনার ধ্বংসস্তূপের কারণে তারা ঠিকমত কাজ করতে পারছেন না।

https://youtu.be/KuyAjgJ8F0s

অন্যরকম