খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭: আইসিসিতে কোথায় এখন বাংলাদেশের অবস্থান? শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১ থেকে বেড়ে হবে ৯৬। শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ হলে ২ পয়েন্ট কমে রেটিং পয়েন্ট হবে ৯৬। তখন ভগ্নাংশ পয়েন্টে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে টপকে সপ্তম স্থান থেকে বাংলাদেশ উঠে যেত ষষ্ঠ স্থানে।
লক্ষ্য না থাকলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল সঠিক পথে। ৯০ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে লিড পেয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ছিল আপন কক্ষপথে। কিন্তু বেরসিক বৃষ্টি সব পরিকল্পনা, বাংলাদেশের জয়রথ আটকে দিল। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল কোনো পয়েন্ট পায়নি।
৯১ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় ২ পয়েন্ট বেড়ে ৯৩ হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে ৯৮ পয়েন্ট থেকে ১ পয়েন্ট কমেছিল শ্রীলঙ্কার। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরে গিয়ে ১ পয়েন্ট হারিয়ে হল ৯২। অপরদিকে শ্রীলঙ্কা জয়ে পেয়ে অনেকটা এগিয়ে গেল তাদের পয়েন্ট দাঁড়াল ৯৮।