Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

unnamed (1)খােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭: নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ লাতিফুল সাফি ডায়মন্ডঃ নিতাই ডাংগাপাড়া খেরুর মোর হইতে বাড়ীমধুপুর কুঠিয়ালপাড়ার ভিতর দিয়ে বয়ে যাওয়া প্রস্তাবিত ৩কি.মি. রাস্তার বরাদ্দকৃত দুই অংশে ১৪০০মিটার ও ৪০০মিটার রাস্তার কাজের ৪০০মিটার কাজ শুরু হলেও ১৪০০মিটার রাস্তার কাজ আজও শুরু হয়নি।রাস্তাটির কোড নম্বর ১৭৩৪৫৩০২০।

নিতাই ডাংগাপাড়া খেরুর মোর হইতে বাড়ীমধুপুর কুঠিয়ালপাড়ার রাস্তার ভয়াবহ রুপ চলাচলে চরম ভোগান্তি প্রশাসন নিরব। রাস্তা বর্তমান অবস্থা খুবই ভয়াবহ,যা উপরের ছবিতে স্পষ্ট,এলাকাবাসী কতটা দুর্ভোগে সাথে যাতায়াত করছে তা খুবই দুঃখ জনক ও দুর্বিসহ।উল্লেক্ষ্য রাস্তার সম্ভব্য ৭০মিটার রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন প্রায়,চেয়ারম্যান মেম্বর ও প্রতিবেশীর আর্থিক সহযোগীতায় কোন রকম হাটা চলার ব্যাবস্থার কাজ চলমান, যা বর্ষা কালে আরো ভয়াবহ রুপ ধারন করবে।
কাজ শুরু না করার ব্যাপারে ঠিকাদারের সাথে কথা বললে তিনি বরাদ্দের বাইরে অতিরিক্ত খরচ হবে বলে কাজ শুরু করছেন না। নির্মান কাজটা রিভাইজ করার কার্যক্রম চললেও তা থেমে গেছে বলে এলাকাবাসী জানান।
unnamed (2)এমতাবস্থায় এলাকাবাসীর চওয়া বরাদ্দকৃত রাস্তার কিছু অংশেরর কাজ বাদ রেখে ওই টাকার সমন্বয় কাজ শুরু করে দেওয়া হোক। যাতে এলাকাবাসীর চলাচল ভোগান্তির হাত থেকে মুক্তি পায়।তাই সরে জমীন তদন্ত ও বাস্তব চিত্রের ভিত্তিতে নীলফামারী কিশোরগঞ্জ সড়ক ও জনপদ কতৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন পুর্বক বিনীত আহবান যত দ্রুত সম্ভব রাস্তার কাজে অগ্রগতি করে জন সাধারনের চলাচলের পথ সুগম করার একান্ত দাবি।