খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জেলা শহরস্থ নোয়াখালী প্রেসক্লাব পরিদর্শন করেছেন।
সোমবার (০৩ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নোবিপ্রবি জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন জানান, সম্প্রতি নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান নোয়াখালী প্রেসক্লাব পরিদর্শনকালে প্রেসক্লাবস্থ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলকের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা প্রদর্শন করেন।
প্রেসক্লাব পরিদর্শনকালে নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুন, দৈনিক নয়া সংবাদ পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সচিত্র নোয়াখালী’র বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেল, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি ফয়েজুল ইসলাম জাহান, দৈনিক করতোয়া’র জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন সবুজ সহ জেলার বিভন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য উপস্থিত সাংবাদিকদের খোঁজ-খবর নেন ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।